Categories


বেণুদির রান্নাবান্না

কিছু রান্না করার। একদিন শুটিংয়ের পর লাঞ্চ ব্রেক হয়েছে। আমি ছবিদা, সুশীলদা স্টুডিয়াের লনে বসে আড্ডা দিচ্ছি। ছবিদা মজার মজার গল্প করছেন। সেই সময় প্রডাকশন বয় এসে জিজ্ঞেস করলে খাবারটা কোথায় দেবে। সুশীলদা বললেন, এই লনেই টেবিল পেতে খেতে দে। বেশ শীতের রােদ আছে। প্রডাকশন বয় হরি কথা মতাে লনেই টেবিল পেতে আমাদের খাবার নিয়ে এল।