Categories


গীতবিতান

প্রথম যুগের উদয়দিগঙ্গনে

          প্রথম দিনের উষা নেমে এল যবে

প্রকাশপিয়াসি ধরিত্রী বনে বনে

          শুধায়ে ফিরিল সুর খুঁজে পাবে কবে॥

এসো এসো সেই নবসৃষ্টির কবি

নবজাগরণযুগপ্রভাতের রবি –

গান এনেছিলে নব ছন্দের তালে

তরুণী উষার শিশিরস্নানের কালে

          আলো-আঁধারের আনন্দবিপ্লবে॥

 

সে গান আজিও নানা রাগরাগিণীতে

শুনাও তাহারে আগমনীসঙ্গীতে

          যে জাগায় চোখে নূতন-দেখার দেখা।

যে এসে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে

বননীলিমার পেলব সীমানাটিতে,

          বহু জনতার মাঝে অপূর্ব একা।

অবাক্ আলোর লিপি যে বহিয়া আনে

নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে,

নব পরিচয়ে বিরহব্যথা যে হানে

          বিহ্বল প্রাতে সঙ্গীতসৌরভে

                   দূর আকাশের অরুণিম উৎসবে॥