Categories


নিষিদ্ধ লোবান (প্রথম প্রকাশ ১৯৮১) (হার্ডকভার)

মুহূর্তের ভেতর ব্যস্ত হয়ে পড়ে দুজন। নিঃশব্দে একের পর এক লাশগুলো টেনে এন তারা জড়ো করতে থাকে। সময় অতিক্রান্ত হতে থাকে। চাঁদ আরো সরে আসে। আকাশে আজ মেঘ নেই। চত্বরের ওপর বীভৎস শ্বেতীর মতো ছেঁড়া আলো পড়ে থাকে।


দ্য ফাইভ ডিসফাংশনস অব এ টিম : এ লিডারশীপ ফ্যাবল (হার্ডকভার)

কেউ কি জানেন ব্যবসায় এগিয়ে থাকতে হলে কী লাগে? কেউ হয়তাে বলবেন অনেক টাকা লাগে, কেউ বলবেন অনেক বুদ্ধি আর কৌশল লাগে, অথবা বলবেন টেকনােলজি লাগে। আমি বলব, না, এগুলাে ছাড়াও আরেকটা। খুব মূল্যবান জিনিস লাগে। তার নাম টিমওয়ার্ক। টিমওয়ার্ক ছাড়া বাকিগুলাে দিয়ে আপনি শুধু ব্যবসায় টিকে থাকতে পারবেন। কিন্তু এগিয়ে থাকতে পারবেন না। এখন প্রশ্ন হলাে, আপনি কোনটা চান? যদি কোনােরকমে ব্যবসায় টিকে থাকা আপনার লক্ষ্য হয়, তাহলে আমার থিওরিগুলাে আপনার কোনাে কাজে লাগবে না। আর যদি নিজেকে সফলতার। শীর্ষস্থানে দেখতে চান, সমস্ত প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে থাকতে চান, তাহলে এই বইটি আপনার ব্যবসার জন্য সংবিধানস্বরূপ। এই সংবিধানের মূলে রয়েছে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌছানাের জন্য দলবদ্ধ হয়ে কাজ করার ইচ্ছা, যাকে আমরা টিমওয়ার্ক হিসেবে জানি। ছােট্ট একটা শব্দ ‘টিমওয়ার্ক’ অথচ এর ক্ষমতা যে কত বিশাল ও ব্যাপক, বলে বােঝানাে যাবে।

 

কিন্তু সমস্যা একটাই, টিমওয়ার্ক সহজে কাউকে ধরা দিতে চায় না, ঠিক গল্পের সােনার হরিণের মতাে। আমার এক বন্ধু, বিশাল কোম্পানির মালিক, প্রচুর টাকা ইনকাম করে, সে-ই প্রথম আমাকে এই সােনার হরিণের গল্প শােনায়। সে গল্প আমার আজীবন মনে থাকবে। সে বলত, যদি তুমি সােনার হরিণ পেতে চাও, তােমাকে সিন্দবাদের মতাে সাগর পাড়ি দিতে হবে। শক্ত হাতে জাহাজের প্রতিটা নাবিককে এমনভাবে পরিচালনা করতে হবে, যেন জাহাজের ক্লিনার থেকে শুরু করে ক্যাপ্টেন পর্যন্ত সবার গন্তব্য ও লক্ষ্য এক হয়। সাগরে যত ঝড়-তুফান আসুক, কেউ যেন তিলমাত্র গন্তব্যচ্যুত না হয়। গন্তব্য একটাই- সােনার হরিণ পাওয়া। ‘যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে। অটুট লক্ষ্য আর হৃদয়ে বিশ্বাস নিয়ে যদি সবাই সাগর পাড়ি দিতে পারে, পৃথিবীর কোনাে শক্তিই তাদের সামনে দাঁড়াতে পারবে না। জয় তােমার হবে। যে-কোনাে ব্যবসা হােক, যতই পরিস্থিতি খারাপ হােক, জয়ী তুমি হবেই। মজার ব্যাপার কী জানেন? যখনই আমি এই গল্পটা কোনাে টিম লিডারকে শােনাই, সে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে একমত হয়।


এবং হিমু (হার্ডকভার)

পকেটহীন এই পাঞ্জাবি তাকে রূপা কিনে দিয়েছে। ---”পাঞ্জাবির এই বিরাট ত্রুটির দিকে রূপার দৃষ্টি ফেরাতেই সে বলল, পকেটের তোমার দরকার কি! রূপবতী মেয়েদের সব যু্ক্তিই আমার কাছে খুব কঠিন যুক্তি বলে মনে হয়। কাজেই আমিও বললাম, তাই তো, পকেটের দরকার কি।রূপা বলল, তুমি নিজেকে মহাপুরুষ টাইপের একজন ভাব। মহাপুরুষদের পোশাক হবে বাহূল্য বর্ত। পকেট বাহূল্য ছাড়া কিছু না।” --- শেষ ভরসা বড় ফুপার বাসা। রাত দেড়টার দিকে কলিংবেল টিপে তাদের ঘুম ভাঙালে কি নাটক হবে তা আগে-ভাগে বলা মুশকিল। সম্ভাবনা শতকরা ষাট ভাগ যে, তিনি বাড়ির দরজা খুললেও গ্রীল খুলবেন না।


সবার জন্য কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ : C (পেপারব্যাক)

কমপিউটারকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার উপযোগী করে যে উপাদানটি তা হল এর জন্য লেখা প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম লেখার জন্য প্রোগ্রামাররা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করেন। তেমনেই একটা ল্যাংগুয়েজ হল C. আমি আমার অভিজ্ঞাতা থেকে উপলদ্ধি করেছিলাম যে, C এর উপর বাংলায় একটি ভাল বইয়ের খুব দরকার। আর এই উপলদ্ধিরই বাস্তরুপ ছিল এই বইটি।পুর্বের সংস্করণগুলোতে বইটি লেখার সময় যথাসম্ভব সহজ, সরল ও বোধগম্য করার চেষ্টা করেছিলাম এবং এতে তুলনামুলকভাবে প্রয়োজনীয় ও মূল্যবান নতুন নতুন উপাদান সংযোজন করেছিলাম। কিন্তু তারপরও বইয়ের পূর্বের সংস্করণগুলোতে কিছু ভুল-ভ্রান্তি ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে আলোচনায় ঘাটতি ছিল। এই সংস্কৃরনে তা কিছুটা হলেও পুরণ করার চেষ্টা করেছি। এই সংস্করণে প্রায় সকল অধ্যায়গুলোকেই নতুন করে লেখা হয়েছে। বিশেষ করে হলেও পূরণ করার চেষ্টা করেছি। এই সংস্করণে প্রায় সকল অধ্যায়গুলোকেই নতুন করে খেলা হয়েছে। বিশেষ করে array এবং Pointer অধ্যায়সহ অন্যান্য অধ্যায়গুরো নতুন করে সাজিযেছি, যাতে প্রতিটি বিষয় আর ও সহজে বোঝা যায়।


আমার বন্ধু রাশেদ (হার্ডকভার)

একদিন আমি তাদের আমার বন্ধু রাশেদ পড়ে শোনালাম। পুরোটা শুনে আমার সাত বছরের মেয়েটি কেমন যেন অন্য রকম হয়ে গেল। চুপচাপ বসে থেকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা রাতে ঘুমিয়েছি, সে বিছানায় শুয়ে ঘুমহীন চোখে শুয়ে আছে। গভীর রাতে সে উত্তেজিত গলায় আমাকে ঘুম থেকে ডেকে তুলল। বলল, ‘আব্বু, তুমি একটা জিনিস জানো?’ আমি বললাম, ‘কী?’ সে আমাকে বলল, ‘বইয়ে লেখা আছে রাশেদকে গুলি করে মেরেছে। কিন্তু তার লাশ তো পাওয়া যায়নি!’ আমি ঠিক বুঝতে পারছিলাম না সে কী বলতে চাইছে। কিন্তু তার কথায় সায় দিয়ে বললাম, ‘না, লাশ পাওয়া যায়নি।’ আমার সাত বছরের মেয়ের মুখ আনন্দে ঝলমল করে উঠল। বলল, ‘তার মানে বুঝেছ? আসলে রাশেদের গুলি লাগেনি। সে মারা যায়নি। পানিতে পড়ে সাঁতার দিয়ে চলে গেছে।


ইনফার্নো (হার্ডকভার)

সিম্বলজিস্ট রর্বাট ল্যাংডন জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করে ফ্লোরেন্সে। তার কি হয়েছে, কি ঘটেছে কিছুই জানে না। স্মৃতিভ্রষ্ট ল্যাংডনরে মাথায় প্রতিধ্বনিত হতে থাকে একটি কথা : খুঁজলেই পাবে। তার জামার পকেটে পাওয়া যায় অদ্ভুত আর ভীতিকর একটি জিনিস। তার কোনো ধারণাই নেই কোত্থেকে এটা এলো। তারপরই ঘটতে থাকে একরে এক পর সহিংস ঘটনা। ঘটনাচক্রে তার সাথে জড়িয়ে পড়ে অদ্ভুত এক মেয়ে। তারা দুজন জীবন বাঁচাতে পালিয়ে বেড়ায়, সইে সঙ্গে রহস্যের সমাধান করতে থাকে একটু একটু করে। অবশেষে আসল সত্যটি জানতে পারলওে বড্ড দেরি হয়ে যায়। শুধু তাদের জীবনই নয়, পুরো মানবজাতি মারাত্মক এক হুমকির মুখে পড়ে গেছে।


বেসিক আলী

বেসিক আলী কার্টুন ষ্ট্রিপের প্রথম আত্মপ্রকাশ ‘প্রথম আলো’র উপসম্পাদকীয় পাতায় নভেম্বর ২০০৬-এ। প্রতিদিনের এই ষ্ট্রিপ কার্টুনের মূল বিষয় হচ্ছে পরিবার, বন্ধুত্ব এবং অফিস ঘিরে মজার মজার ঘটনা। বেসিক আলী হচ্ছে বিশিষ্ট ঋণখেলাপী ব্যবসায়ী তালিব আলী ও তাঁর স্ত্রী মলি আলীর বড় ছেলে। বেসিকের ছোট বোন নেচার আলী মেডিকেল কলেজের ছাত্রী এবং ছোট ভাই ম্যাজিক স্কুলের ছাত্র। বেসিকের ঘনিষ্ঠ বন্ধু আত্মভোলা হিল্লোল এরং বেসিকের হৃদকম্প হচ্ছে অফিস কলিগ রিয়া হক। এই বইটাতে বেসিক আলীর এক বছরের প্রকাশনার সংকলন করা হয়েছে।


যখন নামিবে আধাঁর (হার্ডকভার)

রাত আটটা। সারা দিন ঝলমলে রোদ ছিল। সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। মিসির আলি ছাতা মাথায় মল্লিক সাহেবের বাড়িতে এস উঠেছেন। দেখে মনে হচ্ছে মল্লিক সাহেবের বাড়ি শ্মাশানপুরী। কেউ বাস করে না। বিড়ালের মিঁউ মিঁউ শব্দ ছাড়া কোনো শব্দ নেই। মিসির আলি দোতলায় ওঠার সিড়িঁর গোড়ায় দাঁড়িয়ে বললেন, বাড়িতে কেউ আছেন ? কেউ জবাব দিল না। মিসির আলি দোতলায় উঠে গেলেন। যে ঘরে বন্দি ছিলেন, সেই ঘর খুঁজে বের করতে তার বেগ পেত হলো না। মূল দরজা পুলিশ ভেঙেছে। দরজা ঠিক করা হয় নি। মিসির আলি ঘরে ঢুকলেন। চেয়ারে মল্লিক সাহেব বসে আছেন। তাঁর হাতে সিগারেটের প্যাকেট। মিসির আলি অবাক হলেন না। মল্লিক সাজেব এখন থাকবেন, মিসির আলি তা ধরেই নিয়েছিলেন।


এলেবেলে (১ম পর্ব) (হার্ডকভার)

বৈশাখী মেলায় গিয়েছি চার কন্যাকে সঙ্গে করে। তিনটি আমার নিজের, অন্যটি ধার করা। গিয়ে দেখি কুম্ভমেলার ভিড়—ঢাকা শহরের অর্ধেক লােক এসে উপস্থিত। মাটির হাঁড়িকুড়ি যাই দেখছে তাই তারা কিনে ফেলছে। অনেকটা কচ্ছপের মতাে দেখতে কি যে বিক্রি হচ্ছে খুব সস্তায়-এক টাকা পিস। সবাই কিনছে, আমিও কিনলাম। তারপর কিনলাম দু'খানা রবিঠাকুর। এবারের মেলায় রবিঠাকুর খুব সস্তায় বিক্রি হচ্ছে। চার টাকা জোড়া। আমার ছােট মেয়েটি রবিঠাকুরকে নিয়ে আছাড় খেয়ে পড়ল। তার কিছু হলাে না, মহাকবি দু'টুকরা হয়ে গেলেন। কান্না থামাবার জন্যে আরেকটি কিনতে হয়। কিন্তু একবার কোনাে দোকান ছেড়ে এলে আবার সেখানে ঢােকা অসম্ভব। অন্য একটি ঘরে উঁকি দিলাম। বিনীত ভঙ্গিতে বললাম, আপনাদের রবিঠাকুর আছে? দোকানি আমাকে বেকুব ঠাওরালাে কিনা জানি না, এক বুড়াের মূর্তি ধরিয়ে দিল। বুড়ােটি খালি গায়ে বসে আছে, হাতে হুঁকো। বাতাস পেলেই সমানে মাথা নাড়ছে। সাদা চুল সাদা দাড়ি-রবিঠাকুর যে এতে সন্দেহের কিছুই নেই।

 

আমরা তালের পাখা কিনলাম, মাটির কলস কিনলাম। শােলার কুমির কিনলাম (কিছুক্ষণের মধ্যেই টিকটিকির মতাে এর লেজ খসে পড়ল)। দড়ির শিকা, বাঁকা হয়ে দাঁড়ানাে (কলসি কাঁখে) বিশাল বক্ষা বঙ্গ ললনা কিনলাম। আমার কন্যারা দেখলাম দেশীয় সংস্কৃতির প্রতি গাঢ় অনুরাগ নিয়ে জন্মেছে।


মোসাদ (হার্ডকভার)

বিশ্বের ভয়ংকরতম গোয়েন্দা সংস্থা মোসাদ। আজ থেকে ষাট বছর আগে ইহুদিদের এই গোয়েন্দা সংস্থার প্রকাশ। এরপর থেকেই সারা বিশ্বের রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে প্রতিপক্ষের বিরুদ্ধে জগন্যতম অপরাধে লিপ্ত হয় মোসাদ। বিশেষ করে মুসলিম দেশগুলো তাদের টার্গেটে পরিণত হয়। মোসাদ তার দেশ ও পশ্চিমা সার্থে সন্ত্রাসী, বিপ্লবী, বিজ্ঞানী, রাষ্ট্রনায়ক, সরকার প্রধানদের নিষ্ঠুরভাবে হত্যা শুরু করে। কখনো গুলি করে, কখনো বিষ প্রয়োগে, কখনো মেয়ে লেলিয়ে ঘটায় হত্যাকা-। আর এসবের নির্দেশদাতা ইসরাইল সরকার প্রধান। মুসলিম দেশগুলোকে কিভাবে পরাভূত করা যায় এটাই মোসাদের অন্যতম লক্ষ। প্রবীণ সাংবাদিক কায়কোবাদ মিলন বইটি অনুবাদ করেছেন। ২০১০ সালে বইটি যখন ইংরেজিতে প্রকাশ পায়। সত্তর সপ্তাহ ধরে এটি ছিল বিশ্বের বেষ্ট সেলার


হিমু (হার্ডকভার)

যাকে নিয়ে তার চারপাশের মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয় । কারো কাছে হিমু অতিন্দ্রীয় ক্ষমতাধর ব্যক্তি , মহাপুরুষ কিংবা সাধু সন্ন্যাসী গোত্রীয় যার প্রতিটি ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নেয় । আবার কারো কাছে হিমু হল বাউন্ডুলে এক স্বত্তা । যার আধ্যাত্মিক ক্ষমতা নেই । চারপাশের মানুষকে বিভ্রান্তিতে ফেলাই যার কাজ । কেউ হিমুকে খুব বেশী ভালোবাসে , অন্ধের মত ভক্তি করে আবার কারো কাছে হিমু বিরক্তিকর প্রাণি বিশেষ । হিমু এমন এক স্বত্তা যে একই সঙ্গে চেনা আবার একেবারেই অচেনা । যে কখনই সত্য কথা বলে না আবার মিথ্যা কথা বলে না । প্রচন্ড ভালোবাসা উপেক্ষা করার মত ঐশ্বরিক ক্ষমতা যার আছে । যে তার বাবার স্বপ্ন অর্থাৎ সন্তানকে মহাপুরুষ বানানোর চেষ্টা পুরোপরি ব্যর্থ করেনি আবার সফলও করেনি ।


মধ্যাহ্ন অখণ্ড

ফ্ল্যাপে লিখা কথা
তুমি জ্যোতির জ্যোতি, আমি অন্ধ আঁধারে
তুমি মুক্ত মহীয়ান, আমি মগ্ন পাথারে।
তুমি অন্তহীন, আমি ক্ষুদ্র দীন,
কী অপূর্ব মিলন তোমায় আমায়।

---- রবীন্দ্রনাথ ঠাকুর।


আরশিনগর (হার্ডকভার)

খুঁজে দেখ কোনো এক পলাতক মন, ডুবেছে তোমার ওই নেশাঘোর চোখে। নেশায় ডুবে যাক শহর, গলির শিস কাটা লাল চোখ বৃদ্ধ কিংবা যুবক। ডুবে যাক শ্মশান কিংবা গোরস্তান। বুঁদ হয়ে থাক উদ্ভ্রান্ত বুক। নেশায় ডুবে থাকা মানুষ, চুমুকে চুমুকে সব দুঃখ শুষুক। মাতাল মাদকে কাটুক জমে থাকা পুরাতন শোক, আজ চৌদিকে নেশাদের বান ডেকে যাক তোমার অমন মাদক চোখ।


একাত্তরের মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগষ্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর (হার্ডকভার)

তার নেতৃত্বে মুক্তি বাহিনী গঠন এবং পাকিস্তানি সৈন্যদের সাথে সামনাসামনি যুদ্ধে অংশগ্রহনের কথা বর্ণনা করা হয়েছে। অংশ গুলো-বিদ্রোহ,শুরু হলো প্রতিরোধ যুদ্ধ, তৃতীয় বেঙ্গলের দায়িত্ব গ্রহণ, স্বদেশের মাটিতে যুদ্ধ ,সিলেট অঞ্চলে অভিযান ও চূড়ান্ত যুদ্ধ। এভাবে বিভক্ত। ২য় এবং ৩য় অধ্যায়ে ১৯৭৫ সালের বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর যে হস্তক্ষেপ তা নিয়ে বর্ণনা হয়। অধ্যায় দুটি রক্তাক্ত মদ্য-আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর নামে বিভক্ত। যুদ্ধ পরবর্তী সামরিক অবস্থা, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার সময় থেকে ৩ এবং ৭ নভেম্বর দুটি সেনা অভ্যূত্থান এর বিভিন্ন গুরুত্ব পূর্ণ ঘটনা উল্ল্যেখ করেছেন। তিনি এরকম কিছু কাহিনী তুলে ধরেন, যেখানে বলা হয় - মুক্তিযুদ্ধের পর এমন কিছু বাঙালী সেনাবাহিনী সৈন্য সামরিক বাহিনীতে যুগ দেন, যারা যুদ্ধের সময় বাংলাদেশের সাথে বেইমানী করেছে। যুদ্ধের পর এরাই মুক্তিযুদ্ধে অংশগ্রহন কারী সামরিক বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এর ফলে বাংলাদেশের মুক্তিযোদ্ধ অনেক সেনা অফিসার প্রাণ হারিয়েছেন। এছাড়া আরো বলেন যুদ্ধের সর্বশেষ দিন পর্যন্ত যে বাঙালি মেজর পাকিস্তানিদের প্রতি বিশ্বস্ত থেকে বাঙালি নিধনে অংশ গ্রহণ করেছিলেন তার পরবর্তীতে মন্ত্রীত্বলাভ করার মতো ঘটনা।


সাইমুম সিরিজ -৫৬ : আর্মেনিয়া সীমান্তে (পেপারব্যাক)

অদৃশ্য এক ষড়যন্ত্র এসে তাদের ঘিরে ধরেছে। তারা অব্যহত গুম, খুন ও ভয়াবহ নির্যাতনের শিকার। তাদের শস্যক্ষেত অজ্ঞাত কারণে বিরান এবং তাদের প্রতিষ্ঠানগুলো রহস্যময় অগ্নিকান্ডের শিকার হচ্ছে। এর তদন্ত ও প্রতিবিধান করতে গিয়ে আর্মেনিয়া সরকারের চার দক্ষ গোয়েন্দা, ইউনেস্কো, ওআইসি আর রাবেতার পাঁচ কর্মকর্তা নির্মমভাবে নিহত হলো। তদন্ত ও প্রতিকার তৎপরতা বন্ধ হয়ে গেছে। অসহায় অরক্ষিত হয়ে পড়েছে দশ হাজার নারী পুরুষ শিশু। ধ্বংস হওয়াই কি তাদের ভাগ্য? ..... না, আহমদ মুসা ছুটল এবার আর্মেনিয়া সীমান্তে। .... কিন্তু সেখানে পা দিয়েই টের পেল ষড়যন্ত্র জটিল, সর্বব্যাপি! ভয়াবহ রকমের হিংস্র এরা।


ফ্রিল্যান্সিং গুরু: অনলাইন আয়ের চাবিকাঠি (হার্ডকভার)

অনলাইনের এ যুগে বেকার শব্দটি বড় বেশি বেমানান। কারণ অনলাইন সারা বিশ্বকে নিয়ে এসেছে আপনার ঘরের কোণে। এখন ঘরে বসেই বিদেশে বসবাস করা আপনজনদের সাথে ভিডিও কথােপকথন করা সম্ভব হচ্ছে, যা আজ থেকে মাত্র তিন বছর আগেও মানুষের কাছে অসম্ভব এবং অবিশ্বাস্য মনে হতাে। বিষয়টি এখন গ্রামের স্বল্প শিক্ষিত মানুষের কাছেও অতিপরিচিত। যােগাযােগব্যবস্থার একটি বিশাল মাধ্যম হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের এই উন্নত যােগাযােগব্যবস্থার ফলে সারা বিশ্ব আজ ছােট হয়ে গেছে এবং এসেছে। বিশাল বড় পরিবর্তন। সারা বিশ্বে ছােট ছােট কোম্পানির পাশাপাশি বড় কোম্পানিগুলােও ভাবতে শুরু করেছে, তাদের কাজের জন্য সব স্টাফকে অফিসে বসানাের দরকার নেই। খরচ কমানাের পরিকল্পনায় তারা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজের জন্য লােক নেওয়া শুরু করল, যারা অফিসে না এসে অন্য দেশে ঘরে বসেই সব কাজ করতে পারবেন। অনলাইন বিষয়টিকে এতই সহজ করে দিল, যার জন্য এখন আর প্রয়ােজন হচ্ছে না নিজের দেশ ত্যাগ করে, নিজের পরিচিত পরিবেশ, বন্ধু-আত্মীয়স্বজনকে ত্যাগ করে দূরে চলে গিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। ঘরে বসেই মানুষ এখন বড় বড় কোম্পানিতে চাকরি করছে। দিনে দিনে এ সংখ্যা আরও বাড়ছে, সামনে আরও বাড়বে। কারণ অনলাইনে কাজ করতে গিয়ে এখনাে যেসব বাধা আছে, সেগুলােও ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। অনলাইনে বসে এ রকম কাজ করে যারা নিজেদের ক্যারিয়ারকে গড়ে তুলেছেন, তাদেরই ফ্রিল্যান্সার বলে। আর এ ধরনের কাজকেই ফ্রিল্যান্সিং বলে।


তিথির নীল তোয়ালে

বড় মেয়ে তিথি আর তার বাবা যখন বাসায় একা, ঠিক তখনই বাসায় জাফর সাহেবের গ্রামের বাড়ি থেকে অদ্ভুত এবং রহস্যময় যুবক নুরুজ্জামানের আগমন। নুরুজ্জামানের উদ্ভট কার্যকলাপে জাফর সাহেব রীতিমত বিরক্ত হয়ে উঠেন। উপরন্তু, নুরুজ্জামান যখন বলে যে, সে শিক্ষামন্ত্রীর সাথে একটা স্কুল স্যাংকশানের ব্যাপারে সে দেখা করবে। তিথিও বিরক্ত হয় যখন নুরুজ্জামানের হাতে পাঠানো তার দাদার চিঠিতে সে জানতে পারে, তিথির জন্য এই ছেলেকই তার দাদার পছন্দ। তিথির সাথে ফোনে হালকা অথচ মুগ্ধময় আলাপচারিতা হয় মারুফের সাথে। পাতার বাঁশি বাজাতে পটু নুরুজ্জামান অনেক চেষ্টা করেও পুর্বপরিচিত বিটিভির এক লোকের সাথে দেখা করতে পারে না, যে বলেছিল নুরুজ্জামানকে দিয়ে টিভিতে পাতার বাঁশি বাজাবে। মারুফ তার জীবনের জন্য গুছিয়ে কিছু মিথ্যা বলে তিথিকে। সে বলে, এ মাসেই স্কলারশিপ নিয়ে সে ফ্রান্স চলে যাচ্ছে।


নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ (হার্ডকভার)

তিনি ঘোষনা করলেন, এক পা নিয়েই তিনি কানাডার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ে অর্থ সংগ্রহ করবেন। আটলান্টিক সমুদ্রে পা ডুবিয়ে তিনি দৌড় শুরু করলেন”। হয়তো হুমায়ুন আহমেদ দৌড় শুরু করলে হত সেটা। অনেকে সেই সময়ে অনেক সাড়া দিয়েছেন। “ক্যান্সার ইনস্টিটিউটের জন্য আমি যে সাড়া পেয়েছি তাতে আমার মনে হয়েছে মানবজীবন ধন্য”। তারা এখন কই? তার স্বপ্ন কিভাবে হবে, কিভাবে দলমত নির্বিশেষে হাসপাতাল গড়ে উঠবে তাও লিখেছেন তিনি এই বইতে। হিমুদের যেখানে ঢোল হাতে নিয়ে স্যারের পিছন পিছন নেমে পড়ার কথা, আজ হিমুরা সুর্য উঠার আগেই জেগে বলছে, “আমরা যদি না জাগি মা , কেমনে সকাল হবে?” আর বইয়ের শেষে হুমায়ুন আহমেদ এর সেই আহবান, যা হিমু পরিবহন তার প্রতিটি লিফলেটে যোগ করেছে- সর্বাধুনিকে, বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল ও গবেষনাকেন্দ্র কি বাংলাদেশে হোয়া সম্ভব না? অতি বিত্তবান মানুষের অভাব তো বাংলাদেশে নেই। তাদের মধ্যে কেউ কেন স্লোয়ান বা কেটারিং হবেন না? বিত্তবানদের মনে রাখা উচিত, কাড়ি কাড়ি টাকা ব্যাংকে জমা রেখে তাদের একদিন শুন্য হাতে চলে যেতে হবে। বাংলাদেশের কেউ তাদের নামও উচ্চারন করবে না। অন্যদিকে আমেরিকার দুই ইঞ্জিনিয়ার স্লোয়ান ও কেটারিং এর নাম তাদের মৃত্যুর অনেক পরেও আদর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে সমস্ত পৃথিবীটে স্মরন করা হয়।


বিদ্যাকৌশল: লেখাপড়ায় সাফল্যের সহজ ফরমুলা (হার্ডকভার)

পড়াশোনায় ভালো করতে কে না চায়? আর পড়াশোনা করা কেবল আমাদের শিক্ষাজীবনেরই অংশ নয়; বরং সারাজীবনই আমরা কাজের প্রয়োজনে অথবা অন্য কোনো দরকারে কিছু না কিছু শিখে থাকি বা শেখার চেষ্টা করি। এই চেষ্টায় কেউ সফল হয়, কেউ আবার পারে না। কারও জন্য পড়াশোনা করা, ভালো ফলাফল করা, ভালো করে কিছু শেখা খুব সহজ কাজ। আবার কারও জন্য এটা খুবই কঠিন একটা কাজ। কিন্তু কেন? মেধা? মেধা একটা ব্যাপার বটে, কিন্তু একমাত্র ব্যাপার না। পড়াশোনা করতে গেলে, কিছু শিখতে গেলে কেবল মেধা নয়, এর সাথে সাথে লাগে কিছু কৌশল জানা। ভালো করে শেখার, মনে রাখার এবং বুঝে-শুনে সেটা কাজে লাগানোর কায়দাকৌশল। এটা যারা জানে, তারা ভালো ছাত্রছাত্রী, অল্প সময়েই পড়া শেষ করে ও শিখে ফেলে তারা পরে পরীক্ষাতেও তা লিখে আসতে পারে, ভালো ফল করে। আর যারা জানে না, তারা অনেক চেষ্টা করেও সে রকম ভালো ফলাফল পায় না। মেধা জন্মগত বটে, কিন্তু গোপন কথাটা বলে দিই, মেধা কিন্তু কারও ভালো শিক্ষার্থী হওয়ার প্রধান নিয়ামক না। অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে মেধা একটি মাত্র ফ্যাক্টর। এবং সুখবরটা হলো চেষ্টা দিয়ে, কায়দাকৌশল শিখে মেধার কমতিটা পুষিয়ে নেওয়া অবশ্যই সম্ভব।


মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ৭১ (হার্ডকভার)

মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা ডমিন্যান্ট বয়ান আছে আমাদের দেশে। এই বয়ান মূলত স্যেকুলারপন্থীদের তৈরি করা। সেখানে বলা হয়ে থাকে, আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল পক্ষে। আমাদের মুক্তিযুদ্ধ ঠেকানোর জন্য আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এই বয়ান তৈরি করেছে ঠাণ্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন। আর মূলত বাংলাদেশের রুশপন্থী বামেরা এই বয়ান প্রচার করেছে। কেউ তাদের এই হেজিমনিক বয়ানকে কখনো চ্যালেইঞ্জ করেনি। আমেরিকান ডকুমেন্টগুলো অনলাইনে রিলিজ হওয়ার পরে আমরা নিখুঁতভাবে জানতে পারছি আমেরিকা আসলে কী চেয়েছিল, কেন চেয়েছিল। বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে, নিক্সন প্রশাসন এটা জানত। এটা নিয়ে নিক্সন প্রশাসনের কোনো সন্দেহ ছিল না, বহু আগে থেকেই। আর এটা এতই অনিবার্য ছিল যে, সেটাকে ঠেকানোর উদ্যোগ নেয়ার কোনো চেষ্টাও করেনি আমেরিকা। কিন্তু তাদের উদ্বেগের জায়গা ছিল ভিন্ন। সেটা হলো, পাকিস্তানের অংশে থাকা কাশ্মীর। যেন এই সুযোগে, ডিসেম্বরের যুদ্ধের শেষবেলায় ভারতীয় সব সৈন্য পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে পাকিস্তান থেকে কাশ্মীর ছিনিয়ে নিয়ে না যায়। সেটা ঠেকানোই ছিল আমেরিকানদের উদ্বেগের বিষয়। প্রপাগাণ্ডায় আমরা শুনেছিলাম, বাংলাদেশের স্বাধীন হওয়া ঠেকাতে নাকি আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এইটাও ডাহা মিথ্যা কথা। খোদ নিক্সন প্রশাসন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে নানা ক্ষেত্রে সহায়তা দিয়েছিল। আমেরিকা ঠিক সেইসময়ে পাকিস্তানের মাধ্যমে চীনের বাজারে বিনিয়োগের লক্ষ্যে কাজ করছিল। পাকিস্তান ছিল এই গড়ে ওঠা নতুন সম্পর্কের মধ্যস্থতাকারী। তাই আমেরিকার তরফ থেকে পাকিস্তানকে ডিল করার ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতা নিতেই হয়েছিল। মুক্তিযুদ্ধ নিয়ে বিপুল আয়তনের মার্কিন ডকুমেন্টের কিছু নির্বাচিত ডকুমেন্ট নিয়েই এখানে আলোচনা হয়েছে, সবগুলো নিয়ে নয়। এই আলোচনায় মুক্তিযুদ্ধে মার্কিন ভূমিকা বা কূটনীতি নিয়ে যে-সব বয়ান চালু ছিল বা আছে তার সাথে আমেরিকান ডকুমেন্ট মিলিয়ে যেন পাঠক পড়তে পারেন। এবং এই দৃষ্টিকোণ থেকে আবারো মুক্তিযুদ্ধে মার্কিন ভূমিকা মূল্যায়ন করতে পারেন সেই উদ্দেশ্য সামনে রেখেই ডকুমেন্টগুলো নির্বাচন করা হয়েছে। এই সিরিজটি মুক্তিযুদ্ধে মার্কিন ভূমিকা সম্পর্কে আমাদের জানা-বোঝার জায়গাগুলো আরো পরিচ্ছন্ন করতে পারবে বলে আমাদের আশাবাদ।